ফেনীতে গ্লোবাল টেলিভিশন’র ২য় বর্ষপূর্তি উদযাপন

 

নিজস্ব প্রতিনিধি ।।

ফেনীতে গ্লোবাল টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে কেক কেটা ও আলোচনা সভা গতকাল রবিবার বিকালে ফেনী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

 

দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাজীরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম।

 

সময় টেলিভিশন ফেনী ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, চ্যানেল টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক এবেলা সম্পাদক যতন মজুমদার, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির বেগ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুর রহমান রিজভী, দৈনিক মানবজমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, নিউজ টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি নজির আহাম্মদ রতন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, এসএ টিভি ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম, ফেনী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমরান পাটোয়ারী, ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূঁইয়া।

প্রধান অতিথি মেয়র স্বপন মিয়াজী বলেন, স্মার্ট ফেনী শহর গড়তে হলে প্রথমে স্মার্ট ফেনী প্রেসক্লাব তৈরি করতে হবে। ফেনীর সাংবাদিকরা ফেনীর উন্নয়ন তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করেন। আমাদের ফেনীর সাংবাদিকরা অত্যন্ত আন্তরিক৷ ফেনীর সাংবাদিকরা বিগত ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য নিয়ে নিউজ করেছেন। এই নিউজের মাধ্যমে সাংবাদিকরা ফেনীর সকল মানুষকে জাতির কাছে বড় করেছেন। ফেনীর সাংবাদিকরা অনন্য বৈশিষ্ট্যর অধিকারী। এ জেলার সাংবাদিকরা রক্তচক্ষু উপেক্ষা করে সত্যকে সত্য বলে ও মিথ্যাকে মিথ্যা বলে সংবাদ পরিবেশন করেন। আমরা সবসময় মূল ধারার সাংবাদিকদের পাশে থাকবো।

এছাড়াও অনুষ্ঠানে ফেনীতে কর্তব্যরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles