ফেনীতে স্টার লাইন সুইটস’র এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

 

ফেনী প্রতিনিধি ।।

স্টার লাইন গ্রুপ’র সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন সুইটস এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৮ জুন) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের পুরাতন মদিনা বাসস্ট্যান্ডের তারা নিবাস সংলগ্ন স্থানে স্টার লাইন সুইটস এর ৩১তম শাখা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

তিনি বলেন, শহরের একটি জনগুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পুরাতন মদিনা বাসস্ট্যান্ড এলাকা। এখানে স্টার লাইন সুইটস এর ব্যবসায় সম্প্রসারিত হওয়ায় এ এলাকার মানুষ সাধ্যের মধ্যে মানসম্পন্ন খাবার পাবে বলে তিনি আশা করেন।

এ সময় স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও পরিচালক মাইন উদ্দিন, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক আহমাদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কেবিএম জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মহিউদ্দিন খান, আলহাজ্ব মনির উদ্দিন খান সেলিম, গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাতি সহিদুল ইসলাম সহিদান, জহির উদ্দিন খান জিন্নাহ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আবুল কাশেম ও স্টার লাইন গ্রুপ’র জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক জসিম মাহমুদ প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মেমিন-জাহান জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন।

এ সময় স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, স্টার লাইন ফুড দেশের সীমানা ফেরিয়ে বিদেশেও পণ্য বাজারজাত করছে। আন্তর্জাতিক মানদন্ডে স্টার লাইন গ্রুপ এখন বিশে^ বড় বড় কোম্পানীর সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। তিনি আরো বলেন, কোয়ালিটির ব্যাপারে স্টার লাইন গ্রুপ কোন আপোষ করে না।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles