নাটোরের সিংড়ায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২জন ব্যক্তির মাঝে ৫০ হাজার করে মোট ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে সিংড়া পৌরসভার গোডাউন পাড়া এলাকায় নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসুম প্রভা, সহকারী কমিশনার (ভুমি) মোঃ বরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ¦ জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।