বাগেরহাটের শরনখোলায় অগ্নিকান্ডে ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩ টি বসতঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে।২৭ জুন বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ,ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটার দিকে রায়েন্দা বাজারের পাঁচরাস্তা মোড়ের বাজারে হটাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী ডাক চিৎকার শুরু করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।ফায়ার সার্ভিসের শরনখোলা ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় মোড়েলগঞ্জ ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসলেও এর মধ্যেই বাজারে অবস্হিত মুদি দোকান,ইলেকট্রিক দোকান,ঔষধের ফার্মেসী।গ্যাসের দোকান সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ভষ্মীভূত হয়।
ব্যবসায়ীদের দাবি অগ্নিকান্ডে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আগুন লাগার প্রাথমিক কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ সাইদুল আলম চৌধুরী।।