চান্দিনায় পথ চলায় শুরু করলো আটচাইল কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট

“কফির কাপে তরজা জমে
ভালো খাবার খু্ঁজছে যারা,
সবার জন্য দরজা খোলা
কফির হাউজ আটচাইল পাড়া”
স্কুল জীবন থেকে কলেজ জীবন, কৈশোর থেকে তরুণ, যুবক থেকে বার্ধক্য র সাথে জড়িয়ে আছে কফি হাউস।এর পরিপ্রেক্ষিতে চান্দিনায় সাবেক মেম্বার মনির হোসেন,প্রবাসী কবির হোসেন,শাহাদাত হোসেন এর যৌথ ভাবে পথ চলায় শুরু করলো আটচাইল কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট।

২৬ জুন বুধবার সন্ধ্যায় চান্দিনার নবাবপুর টু কাদুটি রোডের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত পুনরায় নতুন রুপে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো আটচাইল মনির মেম্বার কফি হাউজ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট।এসময় মোল্লা নোমান হোসেন রেজভী ও মাওলানা আবু সুফিয়ান এর দোয়া ও মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য মোস্তফা কামাল মামুন,বীরমুক্তিযোদ্ধা জমির আলী,সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম নয়ন, উক্ত ওয়ার্ডের মেম্বার সাহিদুল ইসলাম,প্রফেসর মাহবুব আলম,খলিলুর রহমান মেম্বার,সাখাওয়াত হোসেন খান,ছাত্রনেতা আবু সাঈদ মিয়াজী,ডা. হাবীবুর রহমান রিপন,মোঃ সোলাইমান,নোমান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধন কালে তিনজনের তত্ত্বাবধানে অনেক মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এই কফি হাউস শুরু করেছে বলে জানান মনির হোসেন মেম্বার। কফি হাউসে দক্ষ কারিগর দ্বারা পরিচালনাসহ ২০০ জন বসার ব্যবস্থা আছে বলে জানান তিনি।এদিকে প্রত্যন্ত অঞ্চলে উন্নতমানের কফি হাউজের ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ জানান ভোজনপ্রিয়রা।উদ্বোধনে অনেকটা খুশি বলে জানান তারা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles