শেরপুর পৌরসভার ১১২ কোটি টাকার বাজেট পেশ

শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এরমধ্যে রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় এবং ১৮ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়। সরকারি মঞ্জুরী, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লক্ষ ৪১ হাজার ১৮৯ টাকা আয় এবং ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ৯৬ লক্ষ ৬ হাজার টাকা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে এই বাজেট অনুষ্ঠানে বাজেট পেশ করেন, হিসাব রক্ষক কর্মকর্তা এইচএম সেলিম আলম।

উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আহসুল আলম নাহিদ।

এসময় ১নং প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, পৌর সচিব আবু লাইস মো. বজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ অন্যান্য কাউন্সিলর এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় ঘোষিত বাজেট এবং পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সমস্যার বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জিএম বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, ফজলুল করিম সুরুজ, মহিউদ্দিন সোহেল, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ আলী রবিন, জাহিদুল ইসলাম সৌরভ প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles