বাগেরহাটের মোরেলগঞ্জে হুমায়ুন কবির হাওলাদার (৩৭) নামে এক যুবককে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তর পুটিখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার বেলা ১২ টার দিকে হুমায়ুন কবিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সে পুটিখালী গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে।
মঙ্গলবার বিকেলে গরু হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকেরা রাতে হুমায়ুন কবিরের ওপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে তার ভাই নজরুল ইসলাম হাওলাদার জানিয়েছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, একজনকে মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##