শ্রীমঙ্গলের দুর্ধর্ষ ডাকাত হাবিব গ্রেফতার

সাতগাঁও চা বাগানের সহকারি ম্যানেজারের বাংলোতে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী দীর্ঘ দিন আত্মগোপনে থাকা দুর্ধর্ষ ডাকাত হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

‌মঙ্গলবার (২৫ জুন ২০২৪) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক সহযোগীতায় সোর্সের নিকট হইতে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ডাকাত হাবিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ডাকাতির ঘটনায় জড়িত দীর্ঘ দিন পলাতক থাকা স্থানীয় ডাকাত হাবিবুর রহমান হাবিবকে ০৬ নং আশিদ্রোণ ইউনিয়নের জামসী গ্রামে তার নিকট আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে থাকা অবস্থায় ২৫ জুন গ্রেফতার করেন শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান হাবিব সাতগাঁও চা বাগানে ডাকাতির ঘটনায় জড়িত ছিল মর্মে স্বীকার করে এবং ডাকাতির পরিকল্পনা ও ঘটনায় জড়িত অপরাপর ডাকাত দলের সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে বলে জানা যায়। ঘটনার তারিখের পূর্বে ও পরে গ্রেফতারকৃত আসামী হাবিবুর রহমান হাবিব এর ব্যবহৃত মোবাইল নম্বর হতে অপরাপর ডাকাত দলের সদস্যদের কথোপকথনের তথ্য পাওয়া যায়। আত্মগোপনের থাকা অবস্থায় এলাকায় ডাকাতির ঘটনা সংঘটনের বাকি সদস্যদের নাম প্রকাশ না করতে হুমকি দেয়।

হাবিবুর রহমান হাবিব (৩৪), পিতা-মোঃ তকলিছ মিয়া, মাতাঃ মৃত ছায়া খাতুন, সাং-গুলগাঁও, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পুলিশ প্রহরায় মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় প্রেরণ করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles