নিজের জমিতে ঘর নির্মাণে আপন ছেলে বাধা দেয়ায় সংবাদ সন্মেলন করেছে মাতা আমেনা বেগম।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে আমেনা বেগম বলেন, নীলফামারী ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা মৌজার মুন্সিপাড়া গ্রামে ১৯৮৬ সালে একই এলাকার মোজাম্মেলের কাছ থেকে জমি ক্রয় করে ৩২ বছর ধরে বসবাস করে আসছে।
গত ২১ জুন ঘর মেরামত করতে গেলে বাধা প্রদান করেন জমি বিক্রেতা মোজাম্মেলের ছেলে ছেলে আব্দুল গনি, আনারুল হক, আব্দুর রশিদ, পরে ৯৯৯ সেবা ফোন দিলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।
এদিকে নিজের ছেলে জুেল রানা ও জামিয়ার রহমান উক্ত জমি থেকে নিজের মাকে বেড় করে দিতে হুমকি দিয়ে আসছে বলে ভুক্তভোগী আমেনা বেগম জানান। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন।