রংপুরে লাইসেন্স না থাকায় হাসপাতাল সিলগালা

 

রংপুর ব্যুরো ।।

রংপুরে একটি অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার সন্ধায় রংপুর মহানগরীর ধাপ এলাকার সেবা হসপিটালে অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোন লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। হাসপাতালে কর্তব্যরত নার্সও রেজিস্টার্ড নয়। এছাড়া হাসপাতালটির পরিবেশ ও বিভিন্ন চিকিৎসা সরাঞ্জামাদি এমনভাবে রাখা হয়েছে যা মানবদেহের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

 

তিনি আরও বলেন, সেবা হসপিটাল কোন সরকারি নীতিমালা মানছে না। এসব অপরাধে সেবা হসপিটালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

 

অভিযানকালে সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন মো. আখতারুজ্জামানসহ মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles