মো. মনিরুল আলম (নারায়ণগঞ্জ ) ।।
আগামী ২৬শে জুন নারায়ণগঞ্জে রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। তার পক্ষে জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সাধারণ মানুষ তার পক্ষে মাঠে নামছে। শিল্পপতি আর খেটে খাওয়া মানুষের প্রথম পছন্দ বাদশা। গাজী পরিবারও তাকে সমর্থন দিয়েছে।
গতকাল কাঞ্চন বাজার, বিরাব, ইসলামপুর এলাকায় গণসংযোগ করেন বাদশা।
এসময় তিনি বলেন, মোবাইল ফোন বিপুল ভোটে বিজয়ী হবে। আমার প্রতিপক্ষ রফিক ও তার ভাই শফিক আমার মোবাইল ফোনের হিন্দু ভোটারদেরকে নিশি রাতে হুমকি দিচ্ছে। তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করছি।
বাদশা আরও বলেন, আমার কোন সন্ত্রাসী বাহিনী নাই। এবারের নির্বাচন কাঞ্চন থেকে ভূমিদস্যুদের প্রতিহত করার নির্বাচন। আপনারা আমাকে ভোট দিয়ে ভূমিদস্যুদের প্রতিহত করুন। আমি কারও জমি দখল করি নাই। রফিকের দ্বারা যারা জমি হারিয়েছে আমি নির্বাচিত হলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। কাঞ্চনের জনগণ আমার শক্তি। এখানে ৩ হাজার হিন্দু ভোটার রয়েছে। রফিক ৪ টা হত্যা মামলার আসামি। ওই খুনিরে কেউ ভোট দেবেন না।
আমি ১০ বছর চেয়ারম্যান এবং ৫ বছর মেয়র ছিলাম, আমার দ্বারা কোন লোক নির্যাতিত হয় নাই ।
এছাড়া শনিবার বাদশার পক্ষে কাঞ্চনের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।
এ বিষয়ে জগ প্রতিকের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এটা সম্পুর্ন ভিত্তিহীন, আমি কাউকে হুমকি দেইনি।