বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকালে প্রাক্তন ছাত্রছাত্রী ও পরিবেশ প্রেমী নাগরিক সমাজের উদ্যোগে “জলবায়ুর বৈরী প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপনের ভূমিকা ও বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ ও খুলনা গাজী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. বঙ্গ কমল বসু।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল, সাংবাদিক এম.পলাশ শরীফ সহ বিশিষ্ট জনেরা।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শতাধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়। #