নারায়ণগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুগল নিহত

নারায়ণগঞ্জে ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলে জামালপুর থেকে ঘুরতে এসে অন্তর নামে এক যুবক ও সঙ্গে থাকা আরেক নারী নিহত হয়েছে। নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে প্রাণ হারিয়েছেন জুগল এই দুই জন।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।
নিহতদের মধ্যে একজন হলেন জামালপুর জেলার অন্তর নামে এক যুবক। তবে তার সঙ্গে থাকা নিহত নারীর এখনো কোনো পরিচয় পাওয়া যায় নি।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন জানান, বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্রগ্রামমুখি লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম অন্তর বলে জানা গেলেও তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায় নি।

তবে প্রযুক্তির মাধ্যমে দুজনেরই বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় ঘাতক বাস এবং চালকে আটক করা সম্ভব হয়নি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles