বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬শ’ পেল খাদ্য সহায়তা। রবিবার দুপুরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ এ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের বাসিন্দা গ্রীক প্রবাসী জাহিদ ইসলামের সহযোগিতায় জাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহ-সভাপতি শফিকুর রহমান লাল, উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, হাফেজ আব্দুল্লাহ
প্রমুখ।
সভা শেষে বারইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৬শ’ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ##