ফেনীতে দুইদিন ব্যাপী মেহেদী উৎসব অনুষ্ঠিত

 

ফেনী প্রতিনিধি ।।

ভলেন্টিয়ার সার্কেল ফেনীর উদ্যেগে শহরের এস.এস.কে রোডস্থ নন্দন বুটিকসে দুই দিন ব্যাপী ১৪ ও ১৫ই জুন মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।

 

প্রথমদিন শুক্রবার সকালে মেহেদী উৎসবের উৎসবের উদ্বোধন করেন ভলেন্টিয়ার সার্কেল ফেনীর অ্যাডভাইজর ও ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাসিন সোবহান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দন বুটিকস এর স্বত্বাধিকারী ফাহিম মজুমদার, উদ্যোক্তা মেহের শ্রাবণী, সাইমুন ইভেন্টেস এর স্বত্বাধিকারী সাইমুন ফারাবী ও হেল্প ফর টুডের ফাউন্ডার ওয়ালিদ বিন আব্দুল্লাহ।

 

দ্বিতীয়দিন শনিবার বিকেলে ভলেন্টিয়ার সার্কেল ফেনীর ফাউন্ডার এন্ড চীফ কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া অর্পিতার সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর জান্নাতুল নাঈম আদ্রিকার সঞ্চালনায় অতিথি হিসেবে সমাপনী পবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর ভাইস প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসাইন, দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, নিউজ টুয়েন্টিফোর-এর ফেনী প্রতিনিধি নজির আহমেদ রতন ও ইউনাইটেড ট্রাস্ট ফেনী শাখার কো-অর্ডিনেটর লায়ন ফয়সাল ভূঁইয়া রাজীব।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কমিটি মেম্বার জাহান মিম,কমিটি মেম্বার আফসানা সুরাইয়া,কমিটি মেম্বার রিদয় পাটোয়ারী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464