বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল আযাহা উলক্ষে বিনামূল্যে ভিজিএফ’র খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চকরণ ইউনিয়ন পরিষদে ৯৫৫ জন মানুষের মাঝে ১০ কেজি হারে অনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সিরাজ শেখ, ট্যাগ অফিসার এ,কে,এম ইকতিয়ার উদ্দিন, একইদিনে পুটিখালী ইউনিয়নে ৮৯০ জন মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, ট্যাগ অফিসার উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাবুল মোল্লা, ইউপি সদস্য শহিদুল ইসলাম মল্লিক, মো. সিদ্দিক খান, মাসুদ আলম হাওলাদার, রফিকুল ইসলাম, আবুল হাসান তালুকদার, সাফিয়া বেগম, মিলন শেখ প্রমুখ। #