ঘরে ফেরা মানুষদের ভোগান্তি নিরসনে কাজ করছে পুলিশ

আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষদের সড়কে ভোগান্তি নিরসন ও সেবা দেয়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রংপুর র‌্যাব ও মেট্রোপলিটন পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগের প্রবেশদ্বার নগরীর মডার্ন মোড়ে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী ও র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার কামরুল হাসান।

এসময় র‌্যাব ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলা মটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পথে যদি কেউ কোন সমস্যায় পড়েন তাদের সাহায্য করবে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

সেই সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এই সেবা কার্যক্রম ঈদ পরবর্তী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানান পুলিশ ও র‍্যাবের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles