বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণী কার্যক্রম এর আয়োজন করেছে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর ও পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগ মঙ্গলবার (১১ জুন ) সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বর্ণিত কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

এ সময় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের, প্রধান শিক্ষক খায়রুল আনাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, মো: সাইফুল মালেক, বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী,

এছাড়া আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রভাতি শাখার, নবম শ্রেণীর শিক্ষার্থী, কিফায়াত তাসনীম, দিবা শাখার, নবম শ্রেণীর শিক্ষার্থী, রাজশ্র্রী রায় ও প্রবন্ধের সমালোচনা বক্তব্য উপস্থাপন করেন প্রভাতি শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী, তাসনিম পারভীন।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে বর্জ্য সংরক্ষণের বিন ও আরডিআরএস, পঞ্চগড় এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles