শেরপুরের কৃতি সন্তান, লে. জেনারেল ওয়াকার-উজ -জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেরপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন) বিকেলে শেরপুর পৌরসভার আয়োজনে এই আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে সেখানে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, প্যানেল মেয়র নজরুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তাসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।