পরিবেশ বান্ধব ব্লকের ব্যবহার উৎসাহিত করার আহবান

 

রংপুর ব্যুরো।।

বায়ুদূষণ প্রতিরোধ ও পরিবেশ বান্ধব ব্লকের ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত।

 

মঙ্গলবার  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

 

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, যে কোন ভালো উদ্যোগ রংপুর থেকেই শুরু হয়। বসবাস যোগ্য পরিবেশ হিসেবে এগিয়ে আছে রংপুর । আধুনিক ইটভাটা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজ যদি ঠিক না থাকে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারবেন না। এজন্য পরিবেশ রক্ষা করা আপনার দায়িত্ব। তাহলেই সম্ভব হবে বায়ুদূষণ। তরুণ প্রজন্মকে ইটের বিপরীতে ব্লক ব্যবহার করার আহবান ।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ ফরাদ হোসেন বলেন,আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করতে হবে। ব্লকের ব্যবহারটি জনপ্রিয় করতে হবে। রংপুর বিভাগে ৮ শত ইটভাটা রয়েছে। পরিবেশ বান্ধব হিসেবে কাজ করতে চাই। পরিবেশ বান্ধব ব্লক ইট কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। বায়ুদূষণ বন্ধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজয় কুমার। বক্তৃতায় বক্তারা বলেন, এক কিলোর মধ্যে ইটভাটা ইস্থাপন করতে পারবে না। যেখানে কৃষি জমি আছে সেখানে কোন বিধান নেই। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ইটভাটা ইস্থাপন করতে পারবে না।

 

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্লক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রংপুর বিভাগের ইটভাটার প্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles