শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযানে অর্থদণ্ড

শেরপুরের শ্রীবরদী উপজেলায় গড়ে উঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০জুন) জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের দিনব্যাপী
যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ফাতেমা ব্রিকসের কিলন ও চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং আল-আমীন ব্রিকস্ -২ কে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সেইসাথে ওই দুই ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এসএম আল-আমীন ও শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

এসময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তর অফিস সূত্র জানায়, শেরপুরে জেলার সকল উপজেলাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

বাংলা প্রেস মিডিয়া তে আপনাকে স্বাগতম। 

আপনার সংবাদ টি দিতে WhatsApp যোগাযোগ করুন = 01715283939

This will close in 20 seconds