বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমেল এ ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি।
সোমবার ১০ জুন বেলা ১১ টায় গুড নেইবারস বাংলাদেশ এর তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাঙ্গনে ঘূক্ষতিগ্রস্ত ১৫০ টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ হয়।
গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি’র ম্যানেজার নাইমুর রহমান শোভন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী, শারিখখালী ইউপি চেয়ারম্যান জনাব ফারুক খাঁন, আলীরবন্দর মেনাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ জামাল হোসেন ও দক্ষিন ঝাড়াখালী এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল লতিফ প্রমুখ।