বরগুনা তালতলী উপজেলার ২৪টি সেচ্ছাসেবী যুব ক্লাব এর সাংগঠনিক কার্যক্রম বেগবান করো লক্ষ্যে যুব পরামর্শ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন ২০২৪ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় তালতলী উপজেলার আরডিএফ জি জি ই প্রোজেক্ট অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গার্লস গেট ইক্যুয়াল প্রকল্পের সিএসও অফিসার জনাব মোঃ শাহিন গাজীর সঞ্চালনায় ও গার্লস গেট ইকু্য়্যাল প্রোজেক্ট আরডিএফ এর উপজেলা সমন্বয়কারী সাদিক বিন আনসারী সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মো.তাহসিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো.জালাল উদ্দিন আহমেদ, এ সময়, ক্লাব প্রতিনিধি, ক্লাব উপদেষ্টা শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন ইউনিয়নের কাজীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,২০২০ সালে উপজেলার ছয়টি ইউনিয়ন জিজিই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিটি ইউনিয়নে চারটি করে মোট ২৪টি যুব ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করে প্রত্যেক ক্লাবের জন্য উপদেষ্টা কমিটি গঠন করে গনতান্ত্রিক পদ্বতিতে ২৫ সদস্য বিশিষ্ট একটি সাধারন কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে ক্লাবের কার্যক্রম শুরু করে। জিজিই প্রকল্পের সহায়তায় ক্লাবের কার্যক্রম পরিচালনা করার জন্য ২৪টি ক্লাব ঘর নির্মান করা হয়।
প্রতি মাসে ক্লাবের সদস্যবৃন্দ নির্দিষ্ট এজেন্ডা তৈরি করে মিটিং আয়োজন করেন। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য রেজুলেশন তৈরি করেন। বিভিন্ন সময় জিজিই প্রকল্প ক্লাব সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। যেমন (নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার বৈষম্য, সেফগাডিং, শিশু ও যুব সুরক্ষা, আর্থিক ব্যবস্থপনা, ডিজিটাল টুলস এন্ড টেকেল ভায়োলেন্স, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শিশু ও নারী নির্যাতনে প্রতিরোধে বিশেষ অবদান রেখে আসছেন। বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন শিক্ষা কার্যক্রম ব্যবস্থা করেছেন। ঘুর্ণিঝর, সাইক্লোন ও বন্যার সময় জনসাধারনকে নিরাপদ আশ্রায় কেন্দ্রে আনার জন্য সহায়াতা ও পরবর্তিতে সাধ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করেন। ভাঙ্গা রাস্তা ও ভাঙ্গা ব্রিজ মেরামত করে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের সহায়তা করেন। ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে অংশগ্রহন করে শিশু, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বাজেট বরাদ্দ রাখার অবদান রাখেন। বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ জন সচেতনাতা বৃদ্ধির জন্য পথ নাটক প্রদর্শন করেন।
ক্লাব গুলো প্রকল্প বাস্তবায়নের জন্য জিজিই প্রকল্পের নিকট প্রজেক্ট প্রোপজাল জমা দেন, যাচাই বাচাই করে জিজিই প্রকল্প বিভিন্ন ক্লাবকে প্রজেক্ট বাস্তবায়নের অনুমোদন ও অর্থ প্রদান করেন। সফলাতার সাথে ক্লাব প্রজেক্ট বাস্তবায়ন করে জিজিই প্রকল্পের নিকট রিপোর্ট জমা প্রদান করেন।
এছাড়াও সকল জাতীয় ও আর্ন্তজাতিক দিবস তারা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজ সেবা অধিদপ্তর কাছে নিবন্ধনের জন্য আবেদন করলে দুইটি ক্লাব ইতি মধ্যে নিবন্ধন পেয়েছে, বাকি ক্লাবের নিবন্ধন চলমান আছে।
একটি ক্লাব সক্রিয় রাখতে যে সকল বিষয়ে গুরুত্ব দেয়া দরকার তার সকল কিছুই উপদেষ্টা মন্ডলী পালন করছে। ক্লাবের সামগ্রিক বিষয়ে তদারকি করেন, কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি/বাধা নিরসনে নিয়মিত পরামার্শ ও নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে সকলের হাতে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।