“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ছাড়াও ইউপি চেয়ারম্যান সাংবাদিক সুশীল সমাজের ব্যাতিবর্গ
ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ,কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভূমি সপ্তাহের এ সেবা উপজেলা ভূমি অফিস ছাড়া ও ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয়ে সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ও সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত বলেন
আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।