তালতলীতে সপ্তাহব্যাপী ভূমি সপ্তাহ উদ্বোধন

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে।

এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ছাড়াও ইউপি চেয়ারম্যান সাংবাদিক সুশীল সমাজের ব্যাতিবর্গ
ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ,কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভূমি সপ্তাহের এ সেবা উপজেলা ভূমি অফিস ছাড়া ও ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয়ে সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ও সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত বলেন
আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles