রাউজানে পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক শিপ্রা চৌধুরীর বিদায় উপলক্ষে বিদায়ী
সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শনিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্ট্যন্ডার্ড ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
সহকারী শিক্ষক এস এম জাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান দক্ষিণ শাখার সাবেক সভাপতি অমল চন্দ্র দাশ, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (উত্তর) সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) সভাপতি মুহাম্মদ জানে আলম, শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল রাউজান (দক্ষিণ) শাখার সভাপতি অঞ্জন বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য তিমির কান্তি বড়ুয়া, সাবেক শিক্ষানুরাগী সদস্য শ্যামল শ্যাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) সাধারণ সম্পাদক শেখর ঘোষ আপন। বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী সিনিয়র শিক্ষক শিপ্রা চৌধুরী, সাবেক সিনিয়র শিক্ষক শিপ্রা চক্রবতী।
উপস্থিত ছিলেন শিক্ষক সৈয়দ মুহাম্মদ জাহিদ, লিলি পাড়িয়াল, অতশী চৌধুরী, জান্নাতুল কাউসার, শতাব্দী বড়ুয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিযুক্ত হন তারা সমাজ ও দেশকে একটি আলোকিত করার জন্য নিজেদের উজার করে দেন। জীবনের নিয়মে অবসরে গেলেও আলোকিত সমাজ বিনির্মানে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।