পীরগঞ্জে মানববন্ধনে ৭২ ঘন্টার আল্টিমেটাম

 

রংপুর ব্যুরো  ।।

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে ৩ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ জুন)  বিকেলে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি, আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আলম, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর, প্রেসক্লাবের সহসভাপতি শাহ মোঃ সাদা মিয়া, যুগ্ন সম্পাদক হাসান আলী প্রধান, রংপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ফটো জানার্লিষ্ট এ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, পীরগাছা রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, সাংবাদিক আব্দুল করিম সরকার, আকতারুজ্জামান রানা, রেজাউল করিম, অমিতাব বর্মন প্রমুখ। এছাড়াও হামলার শিকার মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাহুল ইসলাম ওই দিনের লোমহর্ষক ঘটনার বিবরণ দেয়।

 

সমাবেশে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করে। প্রায় ২ ঘন্টাব্যাপি চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ভেজাল গো—খাদ্য তৈরীর মূলহোতা চতরা মহিলা কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া মন্ডলকে দ্রুত গ্রেফতার, পুলিশ কতৃর্ক তার গোডাউনের রক্ষিত মালামাল জব্দ করে আদালতে প্রেরণ, গোডাউন এবং ব্যবসা প্রতিষ্ঠান সিলগালার দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ, অবস্থান কর্মসূচী, কলম বিরতি, থানা পুলিশের সংবাদ বর্জন, পুলিশ প্রশাসনের অনিয়ম ও দুনীর্তির খবর ধারাবাহিক প্রকাশ সহ বিভিন্ন আন্দোলনের ঘোষনা দেয় সাংবাদিকরা। এছাড়াও সরকারী দপ্তর জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের দৃশ্যমান পদক্ষেপের আশা প্রকাশ করেন সাংবাদিকরা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464