জয়ের ধারা অব্যাহত রেখেছেন মোফাজ্জল হোসেন ভূঞা

নেত্রকোণা’র কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে হ্যাটট্রিক করে জয়ের ধারা অব্যাহত রেখেছেন দুইবারের সফল ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জনগণের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন ভূঞা।

তিনি পরপর দুইবার বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করে উপজেলাবাসীর আস্থা অর্জন করে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দীতা করে ৩৭ হাজার ৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দী সাবেক এমপিপুত্র, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল আলম মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৫৮ ভোট।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী (দোয়াত কলম) ২৫ হাজার ৮৮৫ ভোট, নেত্রকোণা জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান (মোটর সাইকেল) ২৫ হাজার ৪৬৫ ভোট ও নেত্রকোণা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোহাম্মাদ মিজানুর রহমান মিজান, আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মাওলানা হারুনুর রশিদ তালুকদার (টিউবওয়েল) প্রতীকে ৭৭ হাজার ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মামুনুল কবীর খান (তালা) ৪২ হাজার ৩৫৫ ভোট ও মোঃ ইয়াহিয়া খান (চশমা) ২ হাজার ৭৪০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা বেগম (ফুটবল) প্রতীকে ৩৯ হাজার ৬৭৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। মোছাঃ ফাতেমা বেগম (পদ্ম ফুল) ২৮ হাজার ৮৫২, সৈয়দা স্মৃতি আক্তার শাপলা (বৈদ্যুতিক পাখা) ১৬ হাজার ৭৩৪, মোসাঃ মিনা আক্তার (প্রজাপতি) ১৬ হাজার ৮৯, সুমি আক্তার (কলস) ৮ হাজার ৫৩৪ ও জাহানারা রোজি (হাঁস) প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৪০ ভোট।
বুধবার (০৫ জুন) ২০২৪ইং রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হল রুমে ফলাফল ঘোষণা করেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইমদাদুল হক তালুকদার।

জানা যায়, উৎসবমূখর পরিবেশে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles