হবিগঞ্জের দুই উপজেলায় বিএনপির দুই নেতা চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় বিএনপির দুই নেতা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

মাধবপুর উপজেলায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ও চুনারুঘাটে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বেসরকারি ফলাফলে চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীকে ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট।

মাধবপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles