রংপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণদের শপথ গ্রহণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের ২১টি উপজেলার নির্বাচিত ৬৩ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শিল্পকলা অডিটরিয়ামে বিভাগীয় কমিশনারের আয়োজনে রংপুর বিভাগের ২১ টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহন করেন। জেলার ২১ জন চেয়ারম্যান,২১ ভাইস চেয়ারম্যান ও ২১ মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মো:জাকির হোসেন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা শপথ বাক্যপাঠ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এই পাঁচ বছর জনগণের সেবা করতে হবে। সুবিধা বঞ্চিত ও
গরিব অসহায়দের সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আপনার উপজেলার সাধারণ জনগণের সেবা করাই মূল কাজ। আজ থেকে এই পাঁচ বছরের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান বিভাগীয় কমিশনারের।

এ সময় স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক আবু জাফর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রাশেদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী,রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য,গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের ২১টি উপজেলায় নিবাচন অনুষ্ঠিত হয়েছে। এই ২১ উপজেলার নবনিবাচিতদের শপথ হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles