১৪ হাজার রান ও ৭শ উইকেট ক্লাবে সাকিবই প্রথম

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একই সাথে ১৪ হাজার রান ও ৭শ উইকেট ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বের আর কোন ক্রিকেটারের তিন ফরম্যাট মিলিয়ে একই সাথে ১৪ হাজার ও ৭শ উইকেট নেই।

গতরাতে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বিশে^র ১৭তম ও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৭শ উইকেট পূর্ণ করেন সাকিব। যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করে ৭শ তম উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব।

এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭টি, ২৪৭ ওয়ানডেতে ৩১৭টি এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৬ উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩৬ ম্যাচে ৭০০ উইকেট আছে তার। ব্যাট হাতে টেস্টে ৪৫০৫ রান, ওয়ানডেতে ৭৫৭০ রান এবং টি-টোয়েন্টিতে ২৪৪০ রান করেছেন সাকিব।

তিন সংস্করণ মিলিয়ে সাকিবের রান এখন ১৪৫১৫ ও উইকেট ৭০০। আন্তর্জাতিক ক্রিকেটে একত্রে ১৪ হাজার রান ও ৭শ উইকেটের মালিক এখন সাকিব।

বিশ্বের সপ্তম ও দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে ৭শ উইকেট শিকার ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব। প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৭শ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ৪৪২ ম্যাচে ৭০৫ উইকেট নিয়েছেন ভেট্টোরি। আর মাত্র ৬ উইকেট শিকার করলেই ভেট্টোরিকে ছাড়িয়ে যাবেন সাকিব।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার চেয়ে অনেক এগিয়ে সাকিব। দেশের কোন বোলারই এখন পর্যন্ত ৪শ উইকেট নিতে পারেননি। মাশরাফি বিন মর্তুজা ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় এবং মুস্তাফিজুর রহমান ৩১৫ উইকেট নিয়ে তৃতীয়স্থানে আছেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464