কলমে-দিলরুবা হাসান
মা যে আমায় ঘুম পারাতো
গেয়ে ঘুমপাড়ানি গান
চাঁদের সাথে কইতো কথা
জুড়িয়ে যেত প্রাণ।
আয় ছুটে চাঁদ মামা
গান শুনে যা
পান্তা ভাতে মরিচ দেব
থালা ভরে খা।
আমার খোকার দু’চোখেতে
ঘুমের পরশ ঢেলে
আসমানে তুই যা চলে যা
আপন পাখা মেলে।
পাড়াপড়শি সবাই ঘুমায়
খোকন জাগে কোলে,
দুষ্ট সোনার মিষ্টি হাসি
সুখের পরশ দোলে।
নতুন ধানের পিঠে দিবো
বিন্নি ধানের খই,
কলা পাতায় দুধ ভাত
চিড়া মুড়ি দই!
তাড়াতাড়ি খেয়ে তুমি
ফিরে যাও বাড়ি,
খোকন সোনার চোখে ঘুম নেই
ঘুম দিবে আড়ি।