বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেবা কার্যক্রম উদ্বোধন

 

বিশেষ প্রতিনিধি ।।

 

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনালে (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ খ্রিঃ এবং তিন দিনব্যাপী (১২-১৪মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে বিশেষ সেবার অংশ হিসেবে এরিয়া এফসি (আর্মি) চট্টগ্রাম কার্যালয় কর্তৃক স্টেক হোল্ডারদের নিয়ে এরিয়া এফসি (আর্মি) চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম এনডিসি, পিএসসি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এরিয়া এফসি (আর্মি) চট্টগ্রাম কার্যালয়ের এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার মোঃ আবদুল করিম। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ বিভিন্ন সেনা ইউনিট বা ফরমেশনের প্রতিনিধিবৃন্দ ও এরিয়া এফসি (আর্মি) চট্টগ্রাম কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দ।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার মোঃ আবদুল করিম উক্ত আলোচনা সভায় ‘ অডিট এন্ড একাউন্টস’ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো ১৯৭৩ সালের ১১ মে বাংলাদেশের প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের শপথ গ্রহণ প্রতিষ্ঠার পর থেকে সিএজি কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ ও অর্জনসমূহ। পেনশনারগণের শতভাগ পেনশন ইএফটির মাধ্যমে মাসের প্রথম কর্মদিবসে পরিশোধ করেন এবং নিয়মিত বেতন ভাতা প্রদান সেবা সরবরাহের বিলসমূহ আইবাস ++এর MICR চেকের মাধ্যমে পরিশোধ করা হয় । সম্মানিত পেনশনারগনের লাইফ ভেরিফিকেশন ইত্যাদি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমানে ইএফটিতে পেনশন পরিশোধ ও ডিএফডির কাজে সন্তুষ্ট হয়ে এরিয়া এফসি (আর্মি) চট্টগ্রাম কার্যালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি আরো আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতেও এ কার্যালয় দক্ষতা ও সচ্ছতার সাথে তাদের সেবা কার্যক্রম বর্তমানের ন্যায় অব্যাহত রাখবে। এছাড়ার বঙ্গবন্ধুর ছবিতে পুষ্প স্তবক অর্পণের ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) চট্টগ্রাম কার্যালয় তিনদিন ব্যাপী (১২-১৪মে) বিশেষ সেবা কার্যক্রম শুরু করেন এবং দ্রুততার সহিত যথাসময়ে সেবা সময় সম্পন্ন করেন। অডিট দিবস উপলক্ষে উক্ত কার্যালয়কে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।

আগত সেবাপ্রার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিস্টিমুখ করানো হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles