কুড়িগ্রামর ফুলবাড়ীত উপজলায় ৫০শতাংশ ভুর্তকীতে কষকদর মাঝে কৃষিযন্ত্র হিসাবে ফসল কাটা মাড়াই যন্ত্র (হার্ভস্টার) বিতরণ করা হয়েছে।
রোববার উপজলার কষি সম্প্রসারণ অধিদপ্তরর উদ্যোগে সমবায় সমিতির মাধ্যমে কৃষিযান্কীত্রীকরন প্রকল্পর আওতায় ফসল কাটা মাড়াই যন্ত্র বিতরন করা হয়। উপজেলা পরিষদ চত্বর উপজেলার কুরষা ফেরষা গ্রামের কৃষক এনামুল হক, মাফিজার রহমান এবং তালুক শিমুলবাড়ী গ্রামর কৃষক আবু অলিদের হাতে ধান কাটা মাড়াই যন্ত্রের চাবী হস্তান্তর করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, এসিআই মটরস এর প্রতিনিধি আলমগীর হোসেন, আদি এন্টারপ্রাইজ এর প্রতিনিধি খসরুল ইসলাম প্রমূখ।