নেত্রকোণার কেন্দুয়ায় রাত পোহাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জালাল মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী কেন্দুয়া পৌরসভাস্থ জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিভিন্ন আয়োজনে
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীস্টাব্দ বিকাল ৩ টার দিকে প্রথম দিনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হবে।
জালাল মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার এবং সদস্যসচিব এবং সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের সঞ্চালনায় জালাল মেলার শুভ উদ্বোধন করবেন-১৫৯, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
সদ্য মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত আত্মসন্ধানী মরমী বাউল সাধক জালাল উদ্দীন খাঁ স্মরণে তিনদিনব্যাপী জালাল মেলা নেত্রকোণার কেন্দুয়ায় ২৫, ২৬, ২৭ এপ্রিল ২০২৪, ১২, ১৩, ১৪ বৈশাখ ১৪৩১ কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি ও বাউল গানের মধ্য দিয়ে ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউল মেলা।
মেলার প্রথম দিনের প্রথম পর্বে বিকাল ৩টার দিকে জালাল মেলার শুভ উদ্বোধন, দ্বিতীয় পর্ব বিকাল ৪টার দিকে দেশবরেণ্য জালাল গবেষকদের অংশগ্রহণে জালাল উদ্দীন খাঁ’র জীবন ও কর্মের ওপর আলোচনা, তৃতীয় পর্বে মনোজ্ঞ জালাল গীতিকা পরিবেশন করবেন বাউল সম্রাট সুনীল কর্মকার, লোকশিল্পী কুদ্দুস বয়াতী ও তার দল এবং স্থানীয় শিল্পীবৃন্দ।
দ্বিতীয় দিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোজ্ঞ জালাল গীতিকা পরিবেশনা করবেন বাউল সালাম সরকার, ঝঙ্কার শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী সহ স্থানীয় শিল্পীগণ এছাড়া বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র জীবনের উপর “মানুষ রতন” নামের নাটক জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের উদ্যোগে মঞ্চস্থ হবে।
মেলার তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনেও আলোচনার পরপরই সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোজ্ঞ জালাল গীতিকা পরিবেশন করবেন, নেত্রকোণা বাউল সমিতি, আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী ও স্থানীয় শিল্পীবৃন্দ।
এছাড়াও বিলুপ্তির পথে গ্রামীণ বিভিন্ন ধরনের বাহারি পণ্যের স্টল সহ অন্যান্য স্টল থাকবে।
জালাল মেলার সার্বিক প্রস্তুতি বিষয়ে বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, বাউল সাধক জালাল উদ্দিন খাঁ এঁর ১৩০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জালাল মেলায় দেশবরেণ্য লোকসংস্কৃতি গবেষকদের অংশগ্রহণে আলোচনা, জাতীয় ও স্থানীয় বাউল শিল্পীদের অংশগ্রহণে শুধুই জালালগীতি পরিবেশনা, মঞ্চ নাটক, গ্রামীণ মেলা ও পুতুল নাচ অনুষ্ঠিত হবে। এই বর্ণিল আয়োজনকে চিরস্মরণীয় করে রাখতে “ভাবতরঙ্গ” শিরোনামে একটি প্রকাশনাও প্রকাশ হতে। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও গ্রাম পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। সকল শ্রেণি-পেশার মানুষকে মেলা উপভোগ করার আহ্বান জানান তিনি।
বর্ণাঢ্য “জালাল মেলা’র” পুরো আয়োজনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে সকল গণমাধ্যম কর্মীদের তাঁদের নিজ নিজ গণমাধ্যমে প্রচারের জন্য আহ্বান জানান ইউএনও ইমদাদুল হক তালুকদার।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব বলেন, উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকম একটা মহতী উদ্যোগের জন্য। এর আগে ৩ দিনব্যাপী সর্বপ্রথম আমরাই “জালাল সন্ধ্যা” নামের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান করেছিরাম যাঁর প্রধান অতিথি ছিলেন অধ্যাপক যতীন সরকার স্যার।
এ মেলায় কেন্দুয়া প্রেসক্লাবের নামেো একটি স্টল থাকবে। কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষে মেলা উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব।
উল্লেখ্য, জালাল উদ্দিন খাঁ ব্রিটিশ ভারতের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে ১৮৯৪ সালের ২৫ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ১৯৭২ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন এই মহান বাউল সাধক।