কবি ও কবিতা-০৭ ই মার্চ ভাষণ

এএইচ জিহাদী:

০৭ ই মার্চ মানে পরাধীনের বুকে স্বাধীনতার তৃষ্ণা জাগানো আহ্বান,
০৭ ই মার্চ মানে অত্যাচারী শাসকদের বর্জনের আহ্বান।
০৭ ই মার্চ মানে শ্রেষ্ঠ বাঙালির বঞ্চিত বুকে জমে থাকা হুংকার,
০৭ ই মার্চ মানে ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার,
০৭ ই মার্চ মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার।
০৭ ই মার্চ মানে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি সঞ্চয়।
০৭ ই মার্চ মানে পৃথিবীর বুকে নতুন মানচিত্র আঁকার সাহস,
০৭ ই মার্চ মানে শাসকদের প্রতি বাঙালির অসন্তোষ প্রকাশ।
০৭ ই মার্চ মানে গগণে জমা কালো মেঘের গর্জন,
০৭ ই মার্চ মানে জাতিসংঘে বাঙালির জন্য চেয়ার রিকুইজিশন
০৭ ই মার্চ মানে বাঙালির শ্রেষ্ঠ ভাষণ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles