অমর একুশের বই মেলায় শাবানা ইসলাম বন্যার অপূর্বা

নিজস্ব প্রতিবেদক:

গত দশ বছরে দেশের পাঠক সমাজে বিরাট একটি পরিবর্তন এসেছে। গল্প, উপন্যাস, কবিতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গবেষণা, ইতিহাস, মুক্তিযুদ্ধ, বইয়ের পাঠক। দেশের ছোট-বড় সবগুলো প্রকাশনা এখন এ ধারার বই সারা বছর প্রকাশ করে।

পর পর চার বছর ধরে লেখক শাবানা ইসলাম বন্যার বই প্রকাশিত হয়ে আসছে চলন্তিকা প্রকাশনী থেকে। উপন্যাস, গল্পগ্রন্থ ও কাব্যগ্রন্থ। সব জনরায় তিনি লিখে চলেছেন। লেখক বলেন, তিনি তার কলমকে বাধা দেন না।
সৃষ্টিশীল মানুষ আসলে এভাবেই কথা বলেন। তার ভেতরে লেখার তাগিদ অনুভব করলেই তিনি লিখেন। ২০২৪ এর বইমেলায় এসেছে গল্পগ্রন্থ অপূর্বা। এতে মোট ১৯ টি গল্প আছে।

শাবানা ইসলাম বন্যা কবি ও কথাসাহিত্যিক। ইতোমধ্যে তাঁর একটি উপন্যাস ও কয়েকটি কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। এবং সেগুলো ক্রমাগতভাবে পাঠকপ্রিয় হয়ে উঠেছে।
গল্পগুলো সমসাময়িক সামাজিক জীবন থেকে তুলে আনা হয়েছে, তাই এগুলো পাঠকের কাছে তাজা, জীবন্ত এবং অকৃত্রিম মনে হবে।
রচনাশৈলী বিবেচনায় তাঁর লেখা সরল অথচ গভীর।
অনন্য সাধারণ এ গল্পগুলোয়
আশা- আকাঙ্খা, প্রেম- ভালোবাসা, ঘাত-প্রতিঘাত, ক্ষোভ, অবক্ষয় ও দ্বন্দ্বের রসায়ন গল্পগুলোতে উঠে এসেছে।
তার গল্প নির্মাণ প্রচেষ্টা সৃজনশীলতার গুণে স্বতন্ত্র।

গল্পগুলোতে রাজনীতি, সামাজিক কৃষ্টি, অর্থনৈতিক প্রবাহ, ধর্ম, ইত্যাদি উঠে এসেছে নানাভাবে। ফলে তাঁর গল্পে সমাজ, কাল এবং পরিস্থিতি পাঠকের কাছে জীবন্ত হয়ে ধরা দিতে উদ্যত।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464