চুনারুঘাটে রমিজা ফাউন্ডেশন’র উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

– চুনারুঘাট উপজেলার পৌরসভা হাতুন্ডা বিলপাড়ে রমিজা ফাউন্ডেশন এর উদ্যোগে শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন হিফজুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাটে প্রথম এই নব উদ্যোগটি পৌরসভার বিভিন্ন মাদ্রাসা থেকে বাচাই করে ৬০ জন হাফেজ ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয়।

২১ ফেব্রুয়ারি বুধবার উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রমিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা শাহাব উদ্দিন। হাফেজ আবদুল হান্নান তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত মাওলানা শাহ আলা উদ্দিন করিমপুরী। উপস্থিত থেকে জরুরী নছিহত করেন হাফেজ মাওলানা কাউছার আহমেদ সহ অনেকেই।

উক্ত অনুষ্ঠানে পৌর শহরের বিভিন্ন মাদ্রাসার বাচাইকৃত ৬০ জন প্রতিযোগিদের মধ্য থেকে সেরা ১০ জনকে দেয়া হয় আর্থিক অনুদান ও বিশেষ সম্মাননা ক্রেষ্ট। এ ছাড়া বাকী ৫০ জন কে দেয়া হয় বিশেষ শান্তনা পুরস্কার। উল্লেখ্য উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্বারী মাওলানা শাহাব উদ্দিন তার মায়ের নামে রমিজা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

তিনি প্রতিবছর এ ধরনের কুরআনের প্রতিযোগিতা দিয়ে সারা চুনারুঘাটে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। পরিশেষে প্রধান অতিথি করিমপুরী হুজুরের সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles