নেত্রকোণার কেন্দুয়ায় মোজাফফরপুর ইউনিয়নের গগডা ভূঞাপাড়া গ্রামের দুই পরিবারের মধ্যে হামলা মামলা লেগেই আছে, কিছুইতে থামছে না পাল্টাপাল্টি হামলা মামলা।
এক পক্ষ গগডা ভূঞাপাড়া গ্রামের মো: আজাদ আহাম্মদ বলেন, গগডা ভূঞাপাড়া গ্রামের মো: সবুজ মিয়া, রশিদ মিয়া, হলুদ মিয়া, লিটন, বারেক ও কোকি মিয়া একই পরিবারভূক্ত খুণী, গুন্ডা প্রকৃতির লোক। মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে আমাদের সাথে তাদের
চরম বিরোধ ও শত্রুতা চলছে। যার পরিপ্রেক্ষিতে তারা আমাদের বিভিন্নভাবে জখম, খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তারই জেরে তাদের একটি পরিত্যক্ত ঘরে তারা নিজেরাই দিনের বেলায় আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে। তারা গত ২৫/০৮/২৩ ইং তারিখে ধারালো রামদা দ্বারা কোপ দিয়ে আমার বড় ভাই মো: নয়ন মিয়া ও আমাকে খুন করার উদ্দেশ্য গুরুতর জখম করে। এরই প্রেক্ষিতে আমার বাবা মো: হযরত আলী বাদী হয়ে গত ২৬/০৮/২৩ ইং তারিখে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে তাদের দুইজন আসামী জেলে আছে।
তাই তারা আমাদের সত্য মামলাকে মিথ্যা সাজানো নাটক করে দিনের বেলায় তাদের পরিত্যক্ত ঘরে নিজেরাই আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।
প্রতিপক্ষ গগডা ভূঞাপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো: হলুদ মিয়া বলেন, গডডা ভূঞাপাড়া গ্রামের দুই ভাই মো: নয়ন মিয়া ও আজাদ আহাম্মদ পূর্ব শত্রুতার জেরে আমাদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তার জন্যই লিখিত অভিযোগ করেছি।