রংপুর শহরে মোজো সাপোর্ট প্যালেস্টাইন’র র‍্যালি

রংপুর শহরে মোজো সাপোর্ট প্যালেস্টাইন এর র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার রংপুর নগরীর লালবাগ কারমাইকেল কলেজের সামন থেকে এই র‌্যালি বের করা হয়েছে।

চলমান ফিলিস্তিন যুদ্ধে প্রাণ গেছে হাজার হাজার সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের, দিন দিন আরো তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে রাস্তাঘাট বাড়িঘর সহ বেশিরভাগ স্থাপনা। শেষ আশ্রয়স্থান টুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে সাধারণ নিরীহ শিশু ও ফিলিস্তিনিরা। চিকিৎসা, খাদ্য, বিদ্যুৎ, গ্যাস ,পানি সংযোগের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতিতে পরেছে নির্যাতিত ফিলিস্তিনির সাধারণ মানুষ।

বাংলাদেশের মানুষের একান্ত ভালোবাসা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর জনপ্রিয় ব্যান্ড মোজো ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানষের পাশে দারিয়েছে। বিক্রিত মোজোন প্রতিটি বোতল থেকে ১ টাকা যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়। তারেই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি রংপুর শহরে মোজো সাপোর্ট প্যালেস্টাইন এর র‌্যালি রেব করা হয়। মোজোর এ মহৎ উদ্যোগে র‌্যালিতে রংপুরের সর্বাস্তরের মানুষ অংশ গ্রহন করে।

এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর চীফ মার্কেটিং অফিসার মোঃ মাইদুল ইসলাম জানান, যুদ্ধ কারো জন্যই কাম্য নয়, আমরা চাই দ্রুত যুদ্ধ বন্ধ হোক। মানবিকদিক বিবেচনা করেই মোজো এ ধরনের উদ্যোগ গ্রহন করেছে। দেশীয় ব্যান্ড মোজোর এ ধরনের উদ্যোগ ভবিৎষ্যতেও অব্যহত থাকবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles