রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী পিকাপ- মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে এক ভারাটিয়া মোটর সাইকেল আরোহি আহত হয়েছেন। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বাঘাইহাট বনানি বনো বিহার পুর্ব পাড়া বালুঘাত নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনা স্হলে নোবেল ত্রিপুরা নামে এক মোটর সাইকেল আরোহি আহত হয়।
স্হানীয় সুত্রে জানা যায়, বাঘাইছড়ির সাজেক পর্যটন থেকে ১০/১২ জনের একটি পর্যটকবাহী পিকাপ- বালুঘাত পাড়ায় যাত্রী এর গাড়ী উঁচু টিলায় উঠার সময় বিপরিত দিকে আশা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনা স্হলে নেবেল ত্রিপুরা নামে মোটর সাইকেল আরোহি গুরুতর আহত হয়। দুর্ঘটা খবর পেয়ে স্হানীয়রা আহত নেবেল ত্রিপুরাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘাইহাট পাঠানো হয়েছে বলে জানা যায়।