সিংড়ায় সাংবাদিকতায় বিশেষ ভুমিকা রাখায় সম্মাননা পদক পেলেন রানা

নাটোরের সিংড়ায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকতায় বিশেষ ভুমিকা রাখায় গুনিজন সম্মাননা পদক পেলেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও চয়েন বার্তার সম্পাদক মোল্লা মোঃ এমরান আলী রানা।

হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের আয়োজনে গত শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত বই মেলার সমাপনি দিনে গুনিজন সম্মাননা ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে মোল্লা মোঃ এমরান আলী রানাকে এই সম্মাননা পদক প্রদান করা হয়।

এর আগে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে দুই দিন ব্যাপী এ বই মেলার শুভ উদ্বোধন করেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি প্রকৌশলী এ জেড এম নাফিউল ইসলাম।

মেলায় ১০ থেকে ১২ টি বইয়ের স্টল অংশ গ্রহন করেন। সমাপনি দিনে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা ছাড়াও এসময় সাংবাদিকতায় নাটোর জেলা সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলুকে সম্মাননা প্রদান সহ সাহিত্য ও সংস্কৃতিতে গুনিজন ব্যক্তিদের সম্মানা পুরুস্কার বিতরণ করা হয়। এসময় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিন।

এসময় নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মুশতাকুর রহমান চঞ্চল, হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবীর সাহা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, কবি মাহবুব মান্নান, আবুল হোসেন, কবি জয়নাল আবেদিন সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পুরুস্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে ভাষা শহীদদের স্মরণে দেশত্ববোধক ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles