পঞ্চগড়ে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহে চালকদের ফুলের শুভেচ্ছা

পঞ্চগড়ে নানা কর্মসুচির মধ্যে দিয়ে চলছে সপ্তাহ ব্যাপী হাইওয়ে সেবাসপ্তাহ। চলমান সেবা সপ্তাহ উপলেক্ষে আজ রবিবার ৬ষ্ঠ দিনের মত দিনব্যাপি তেঁতুলিয়া হাইওয়ে থানার উদ্দ্যোগে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।

পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনা কমানোর জন্য জনগণকে সচেতন করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সড়ক নীতিমালায় শতভাগ কাগজপত্রধারী গাড়ির চালককে ফুল দিয়ে শুভেচ্চা জানানো হচ্ছে।

তেঁতুলিযা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন মোল্লার তত্ত্বাবধানে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ পরিচালনা করে আসছেন। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান,পঞ্চগড় জেলা সদরের ব্যারিস্টার বাজার থেকে বাংলাবান্ধা পর্যন্ত এশিয়ান হাইওয়ের বিভিন্ন স্থানে জনসচেতনতা মূলক মতবিনিময় ও পথসভার মাধ্যমে গাড়ির কাগজপত্র, চালকের লাইসেন্স নিশ্চিত করা হচ্ছে, এবং বাইকারদের হেলমেট পরিধান ও লাইসেন্স সহ সকল কাগজপত্র নিশ্চিত করা ও মহাসড়কে চলাচলকারী ব্যাটারি চালিত থ্রি হুইলারের যাত্রীদের ঝুঁকিপূর্ণ থ্রি হুইলারে না চড়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।

গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স হেলমেট ঠিক রেখে আইনি নীতিমালা মেনে হাইওয়েতে চলাচলকারী গাড়ি ও মোটরবাইক চালকদের রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সেবা সপ্তাহ শেষ হবে আজ সোমবার( ১৯ ফেব্রুয়ারি)।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles