রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর আবু তৌহদি, বিপিএম(বার), মহোদয়রে সার্বিক দিক-নির্দেশনায় জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর তত্ত্বাবধানে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/মেহেদী হাসান জুয়েল, এএসআই(নিঃ)/ওয়াহিদুল আলম ও সঙ্গীয় ফোর্স সহ বাঘাইছড়ি থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী মঈনুল ইসলাম প্রঃ মনু (৩৮), পিতা-মৃত মনসুর আলী, মাতা-জয়গুন বিবি, সাং-৪ কিলো প্রশিক্ষণ টিলা বাঙ্গালী পাড়া, রুপকারী ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা সহ ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করিয়া পুলিশ হেফাজতে নেন।
পরবর্তীতে উক্ত বিষয়ে বাঘাইছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে গ্রেফতার পূর্বক যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।