শ্রীবরদীতে ছেলের হাতে বাবার মৃত্যু : ঘাতক আটক

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুরির আঘাতে আবুল কালাম নামে এক ব্যক্তির খুনের ঘটনায় ঘাতক ছেলে সাজিবকে আটক করেছে পুলিশ। ১৬ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের আবুল কালাম দুই ছেলে। এক ছেলে ঢাকায় চাকুরি করে। অপর ছেলে সজিব বাড়িতেই থাকতো। সজিব অনেকদিন থেকে মানুষিক রোগে ভুগছিলো। শুক্রবার সকালে সজিব হঠাৎ করে তার বাবার উপর হাতুড়ি দিয়ে আক্রমণ করে মারাক্তক ভাবে আহত করে। পরে তার স্বজনরা আবুল কালামকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক সাজিবকে আটক করা হয়েছে। ডাক্তারী পরিক্ষার জন্যে নিহতের লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles