চান্দিনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৩-২০২৪ এর আওতায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসার সংলগ্ন পুকুরে ওই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল বাতেন মিয়াজী, সহকারি সুপার
মাওলানা আবদুল কাইয়ুম,সিনিয়র শিক্ষক মাহবুব আলম,সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন,সিনিয়র শিক্ষক হাবীবুর রহমান,শিক্ষক মোশারফ হোসেন,সহকারি মৌলভী আবু হানিফ,মোঃ আলী আকবর,মোঃ শাহ আলী, মোঃ বেলাল,গল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান সিরাজী,ফরহাদ রায়হান,সেবক চন্দ্র সরকার,জেলা ক্রীড়া থেকে আগত অফিস সহায়ক আহসান উল্যাহ,আবদুল হক।প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় সুইমিং কোচ মোঃ দীনুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলার সাতাঁর সহকারি কোচ মোঃ আবদুল কাইয়ুম,শিক্ষক কাউছার আহমেদ,নাহিদা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে ৪২ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে প্রথম, ২য়, তয় স্থান অধিকার করে।
এসময় জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া প্রতিযোগীর উদ্দেশ্যে বলেন- সমগ্র বিশ্বেই সাঁতার প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয়। দেশের তরুণ প্রজন্মকে সাঁতার প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে তাদের বেশি করে প্রশিক্ষণ দিতে হবে। এক্ষেত্রে তাদের জন্য প্রতিনিয়ত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে এবং তাদেরকে সাঁতারে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। তবেই আমরা জেলা পর্যায় থেকে বিশ্বমানের সাঁতারু খুঁজে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে জয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার
সহ সম্পাদক: মোহম্মদ আবু দারদা।