পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার গলেহা বাজারে পাথর ভর্তি ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী রফিকুল বাচ্চু (৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি ) বিকেলে গলেহা বাজারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম বাচ্চু , পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাদ কাজলদিঘী ইউনিয়নের , বন্দর পাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গলেহা বাজারে, বাজার করতে এসেছিলেন রফিকুল বাচ্চু, বাজার করা শেষ হলে সাইকেল নিয়ে বাসায় ফিরবেন রফিকুল । সাইকেলে উঠে রাস্তা পারাপারের সময়, পঞ্চগড় থেকে আসা একটি পাথরবাহি ট্রাক্টর সাইকেলের উপর দিয়ে চালিয়ে দেয়।

এ সময় সিটকে পড়ে গেলে সামনের চাকা রফিকুল বাচ্চুর মাথার উপর দিয়ে গেলে মাথার মস্তিষ্ক বের হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ট্রাক্টরসহ চালককে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন । পরে ট্রাক্টর ও চালককে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী ।

খবর নিয়ে জানা গেছে তরিকুল ইসলাম ( ২৬ ) নামের এক যুবক উপজেলার জগদল বাজার থেকে একটি ট্রাক্টরে করে পাথর নিয়ে যাচ্ছিলেন চাকলা হাটে । হঠাৎ গলেহা বাজারে পৌঁছালে একটি সাইকেল আহরির সাথে ধাক্কা লাগলে, ঘটনা স্থলে মারা যান ।

এ সময় পুলিশ জানান, সড়ক দুর্ঘটনায় রফিকুল বাচ্চু নামে একজনের মরদেহ উদ্ধার করেছি । সেই সাথে চালক এবং ট্রাক্টর টি আটক করা হয়েছে । মৃতর পরিবার থেকে অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles