রিয়েলমির সি৬৭ ফোনের প্রি-বুকিং শুরু, থাকছে লাখ টাকা ও স্মার্টফোন জেতার সুযোগ

 

 আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের বাজারে সি-সিরিজের নতুন সি৬৭ স্মার্টফোনটি উন্মোচন করতে যাচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ইতোমধ্যে শুরু হয়েছে প্রি-বুকিং। প্রি-বুকিং দিয়ে গ্রাহকরা রিয়েলমি সি৬৭ স্মার্টফোনটি কেনার অনন্য সুযোগ লুফে নিতে পারেন।

এই লিঙ্কটি ব্যবহার করে (https://cutt.ly/PreBookC67) অথবা ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত রিয়েলমি’র যে কোনো অনুমোদিত স্টোরেও এ স্মার্টফোনের প্রি-বুকিং দিতে পারেন।

রিয়েলমি সি৬৭ প্রি-বুক করে স্মার্টফোন ব্যবহারকারীরা মেগা গিফট লটারিতে পেতে পারেন ১ লাখ টাকা এবং বিনামূল্যে রিয়েলমি সি৬৭ স্মার্টফোনটি জেতার সুযোগ! আরও রয়েছে বিনামূল্যে ৬ মাসের স্ক্রিন প্রটেকশন ওয়ারেন্টি। এছাড়াও, গ্রামীণফোন সাবস্ক্রাইবাররা পাচ্ছেন মোট ২৪ জিবি ইন্টারনেট (৬ জিবি রেগুলার + ১৮ জিবি স্ট্রিমিং) এবং হইচই, চরকি, বায়োস্কোপ, সনিলিভ ও লায়ন্সগেট- এ ৩০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন।

বিশ্বজুড়ে সি-সিরিজের ১০০ মিলিয়নেরও বেশি ফোন বাজারে ছাড়ার পর এই নতুন মডেলটি চালু করছে রিয়েলমি। এর ক্যামেরায় রয়েছে সেগমেন্টের প্রথম শক্তিশালী ইন-সেন্সর জুম এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, যা একটি মানসম্মত ইউজার এক্সপেরিয়েন্স প্রদানের মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।

রিয়েলমি সি৬৭ সিরিজে সেগমেন্টের প্রথম ১০৮ মেগাপিক্সেলের কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা চমৎকারভাবে গুরুত্বপূর্ণ শটগুলো নিতে পারবেন। নমুনা হিসেবে এ ক্যামেরায় তোলা ছবি রিয়েলমি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা গেছে, প্রতিযোগী স্মার্টফোনগুলোর ৫০ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় এ ডিভাইসের ১০৮ মেগাপিক্সেলে তোলা ছবি বেশি স্পষ্ট।

রিয়েলমির এ সিরিজটি সম্পর্কে আরও বলতে গেলে, এর ৩এক্স ইন-সেন্সর জুমের কথা উল্লেখ করতেই হয়। এটি এ সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। বৈচিত্র্যময় ছবি তোলার ক্ষেত্রে এ সেন্সর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার রিয়েলমি সি৬৭ সিরিজে ব্যবহার করা স্ন্যাপড্রাগন প্রসেসরের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হবেন স্মার্টফোনপ্রেমী গ্রাহকরা। নেক্সট-লেভেলের পাওয়ার সহ দক্ষতা ও নির্ভরযোগ্যতার অনন্য অভিজ্ঞতা পেতে চান? তবে আপনার জন্যই এ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট, যার ৩৩০কে এরও বেশি শক্তিশালী স্কোর সমৃদ্ধ চিপসেট দারুণ অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে দিবে নির্ভরযোগ্য পারফরম্যান্সের গ্যারান্টি!

সানি ওয়েসিস ও ব্ল্যাক রক- এ দুটি রঙে রিয়েলমি সি৬৭ এর ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এর বডি মাত্র ৭.৫৯ মিলিমিটারের, যা সেগমেন্টের সবচেয়ে পাতলা বডির ফোন। এছাড়া, এ সেগমেন্টের মধ্যে এ ডিভাইসটিই প্রথম, যেটি দামেও সবচেয়ে সাশ্রয়ী এবং যার স্ক্রিন প্লাস্টিক ব্র্যাকেট সরাতে সক্ষম। এতে এমন একটি ডিজাইন ফিচার ব্যবহার করা হয়েছে, যা কাঠামোগতভাবে জটিল হওয়ায় সাধারণত হাই-এন্ড ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সংরক্ষিত রাখা হয়।

গুণগতমান ও নির্ভরযোগ্যতা ধরে রাখার প্রতি রিয়েলমি’র প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে, বাংলাদেশের বাজারে সি৬৭ চালুর খবরটি নিঃসন্দেহে প্রতিষ্ঠানের সফলতার একটি ইঙ্গিত দেয়। তরুণ স্মার্টফোনপ্রেমীদের কাছে নির্ভরযোগ্য স্মার্টফোন সরবরাহের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে জনপ্রিয় এ ব্র্যান্ডের। ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করার মাধ্যমে একটি গ্রাহক-বান্ধব প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রিয়েলমি।

রিয়েলমি সি৬৭ সিরিজের উন্মোচন এবং অনলাইন বা অফলাইনে এর প্রি-বুকিং এর বিষয়ে বিস্তারিত জানতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ঘুরে আসতে পারেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464