ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে লালপুর উপজেলার গোপালপুর বাজারে কয়েক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার সকাল ১১ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই ফার্মেসীর মালিক রুমন ইসলামকে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০,০০০, (বিশ হাজার টাকা), একই বাজার এলাকায় অবস্থিত মেডি ফার্মার মালিক চন্দন পাঠক কে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০,০০০ (বিশ হাজার টাকা), একই বাজার এলাকায় অবস্থিত জামিল ফার্মেসীর মালিক জামিল হোসেনকে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৩০,০০০/= (ত্রিশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত খন্দকার ফার্মেসীর শিমুল কে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ২০,০০০ (বিশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত মা মেডিসিন কর্নারের মালিক তানভীর আহমেদকে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স রাসেল ফার্মেসীর মালিক রাসেলকে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৮,০০০/= (আট হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত খান মেডিকেল স্টোরকে (স্বত্বাধিকারী: মো: মওসুম আলম খান) ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত শামীম ফার্মেসীকে (স্বত্বাধিকারী: মো: শামীম) ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ৫,০০০/= (পাঁচ হাজার টাকা মাত্র), টাকাসহ সর্বমোট ১,৩৩,০০০/= (এক লক্ষ তেত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
অভিযানটি পরিচালনার সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও লালপুর থানার একটি চৌকশ পুলিশ টিম উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।