পরিকল্পনা ছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী সেজে অটোরিকশা সিএনজি গাড়িতে করে চুনারুঘাট হয়ে ঢাকা গাঁজা পাচার করবেন।
মাদক কারবারির সে পরিকল্পনা ভণ্ডুল হলো পুলিশের তৎপরতায়। জানা যায়, চুনারুঘাট উপজেলার ভারত সীমান্ত থেকে ১২কেজি গাজা পাচারকালে আলফি মিয়া(৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃত আলফিকে ৮ফেব্রয়ারী (বৃহস্পতিবার) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল এলাকার মৃত আব্দুল মতলিবের পুত্র। এ তথ্য নিশ্চত করে চুনারুঘাট থনার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাজা পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে থানার উপপরিদর্শক মো: দেলোয়ার হোসেনের নেতেৃত্বে একদল পুলিশ আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত গাদিশাইল এলাকায় অভিযান চালিয়ে আলফিকে গাজাসহ গ্রেপ্তার করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। আলফি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে এবং সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত। তার নেতেৃত্বে ভারতীয় সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে চুনারুঘাট সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক মো: দেলোয়ার হোসেন বাদি হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।