অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।বাংলাদেশ ছাত্রলীগের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের দেওয়া শীত বস্ত্র গরিব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ১২শত কম্বল তুলে দেন পঞ্চগড় জেলা ছাত্রলীগ । এ সময় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি, আবু মোঃ নোমান হাসানের সভাপতিত্বে , ও সাধারণ সম্পাদক প্লাবন পাটওয়ারীর সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কাজী আল তারিক, সাধারণ সম্পাদক , হুমায়ুন কবির উজ্জ্বল,
পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম, সহ আওয়ামী লীগ, যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।